ঢাকা কলেজের ক্লাস কালও স্থগিত
রাজধানীর সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। তবে দুই পক্ষকে বাড়াবাড়ি না করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এদিকে, শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় আজ শনিবারের পর আগামীকাল রবিবারও ঢাকা কলেজের সকল ক্লাস স্থগিত করা হয়েছে।
শনিবার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত রবিবার কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। তবে কলেজের অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে। নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে দুই ছাত্র মারাত্মক জখম হয়। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহত পাঁচ শিক্ষার্থী হলো তানভীর, নিহাল, সাফওয়ান, রাহাত ও সোয়াত।
এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে ধানমন্ডি থানায় মামলা করেন আহত রাগিব নেহাল সিয়ামের বাবা বাবুল সরদার। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার তিনজন সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।