২৩ নভেম্বর ২০২৪, ২২:৩৮

জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের দুঃখ প্রকাশ

গ্রাফিতি, দেয়াল চিত্র ও লিখন মুছে ফেলা দেয়াল  © টিডিসি সম্পাদিত

জুলাই বিপ্লব উপলক্ষ্যে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের দেয়ালে আঁকা শিক্ষার্থীদের প্রতিবাদী গ্রাফিতি, দেয়াল চিত্র ও লিখন মুছে ফেলা হয়েছে। দেয়াল সংস্কারের কাজ চলাকালীন সময়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নানা পেশার মানুষ। ঘটনার পরিপ্রেক্ষিতে, স্কুল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে দ্রুত পুনরায় গ্রাফিতি অঙ্কনের প্রতিশ্রুতি দিয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সংস্কার কাজ চলাকালীন সময়ে ভুলবশত শিক্ষার্থীদের আঁকা জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা হয়। দেয়ালে রঙের কাজ চলার সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োজিত শ্রমিকদের অসাবধানতার কারণেই এই ঘটনা ঘটে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দেয়।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে তারা চায় যে, পুনরায় শিক্ষার্থীরাই তাদের আঁকা গ্রাফিতি তৈরি করুক। এই উদ্যোগে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও, শিক্ষার্থীদের তত্ত্বাবধানে প্রফেশনাল আর্টিস্টের মাধ্যমে জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত লেখাগুলো হুবহু পুনরায় অঙ্কন করা হবে।

বর্তমানে দেয়ালে দেওয়া প্রলেপ শুকানোর প্রক্রিয়ায় রয়েছে। শুকানো সম্পন্ন হওয়ার পর, দুই দিনের মধ্যেই পুনরায় আঁকার কাজ শুরু হবে। কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী, এই উদ্যোগ শিক্ষার্থীদের অনুভূতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

দেয়ালের লেখা মুছে যাওয়ার পরপরই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। ঘটনার পর, কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে আলোচনা করেন। প্রধান শিক্ষক জানান, দেয়াল সংস্কারের জন্য সরকারি বরাদ্দে কিছুদিন আগে থেকেই কাজ চলছিল। তবে, শ্রমিকদের অসাবধানতার কারণে শিক্ষার্থীদের আঁকা চিত্রগুলো মুছে গেছে। এই ভুলের জন্য স্কুল কর্তৃপক্ষ আন্তরিকভাবে অনুতপ্ত এবং প্রতিশ্রুতি দিয়েছে যে, শিক্ষার্থীদের সহযোগিতায় দ্রুত সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হবে।