২৮ অক্টোবর ২০২৪, ১৭:৫৯
উদয়ন উচ্চ মাধ্যমিকে ভর্তিতে বাড়ল আবেদনের সময়
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে শিশু শ্রেণিতে ভর্তিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তির সময়সীমা বাড়োনোর এ তথ্য জানানো হয়।
নতুন সময়সীমা অনুযায়ী অনলাইনে ভর্তিতে আবেদনের শেষ সময় আগামী ৫ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা এবং অনলাইনে আবেদন ফি জমাদানের শেষ সময় একই দিন অর্থাৎ ৫ নভেম্বর রাত ১১টা।
প্রসঙ্গত, পূর্বে শিশু শ্রেণিতে ভর্তিতে আবেনের শেষ সময় ছিল ২৮ অক্টোবর বিকেল ৫টা এবং ফি জমাদানের শেষ সময় ছিল ২৯ অক্টোবর বিকেল ৫টা।
সময়সীমা বৃদ্ধিসহ আবেদনের সার্বিক বিষয়ে বিস্তারিত জানতে এবং বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—