এইচএসসি পরীক্ষার্থীদের জামিন, তবে...

  © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনার মামলায় শুক্রবার ঢাকা, চট্টগ্রাম সাতক্ষীরা ও রংপুরে  ৭৭ পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। জামিন হলেও মামলা থেকে অব্যাহতি পাননি এসব শিক্ষার্থী।শুক্রবার এবং শনিবার আদালত বিচার কাজ বন্ধ থাকলেও জরুরি ভিত্তিতে শুক্রবার আদালত শিক্ষার্থীদের জামিন দিয়েছে। 

শিক্ষার্থীদের আইনজীবী ও অভিভাবকেরা দ্রুত সম্ভব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাঁরা বলেছেন, মামলা মাথায় নিয়ে পরীক্ষায় বসা তাদের জন্য কঠিন হবে। পরীক্ষার আগে তারা এই চাপ নিতে পারবে না।

ঢাকা, চট্টগ্রাম, সাতক্ষীরায় ও রংপুরে ৭৭ পরীক্ষার্থীর জামিন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের ঘটনায় গ্রেপ্তার ৪১ জন এইচএসসি পরীক্ষার্থীকে গতকাল জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলম।

জামিন পাওয়া শিক্ষার্থীদের আইনজীবী সাইদুল ইসলাম মুঠোফোনে বলেন, রাজধানীর বিভিন্ন থানায় করা অন্তত ৩৩টি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়ে ৪১ জন এইচএসসি পরীক্ষার্থী কারাগারে আছেন। তাঁদের জামিন চেয়ে তিনি আদালতে আবেদন করেন। পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

এ ছাড়া ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বলেন, কেরানীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তার ছয়জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত।

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ, নিহতের ঘটনার মামলায় গ্রেপ্তার ১৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। গতকাল চট্টগ্রাম আদালতে তাঁদের জামিন মঞ্জুর হয়।

সাতক্ষীরায় গ্রেপ্তার হওয়া ছয় এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে দায়িত্বে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন তাঁদের জামিন দেন। সাতক্ষীরা সদর থানায় জোর করে ঢোকার চেষ্টা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৮ জুলাই ওই ৬ জনসহ ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

রংপুরে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ শিক্ষার্থীকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) রাত ১১টায় আদালতের আদেশে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। এর আগে রাত সাড়ে ৮টায় রংপুরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এফ এম আহসানুল হক রানা তাদের জামিন মঞ্জুর করেন।


সর্বশেষ সংবাদ