চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ট্রাংক থেকে মার্কশিট গায়েব
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কার্যালয়ের একটি ট্রাঙ্ক দুটি মার্কশিট গায়েব হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর কর্মকর্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার (৪ জুন) রাতে নগরের পাঁচলাইশ থানায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ দিদারুল আলম।
জিডিতে উল্লেখ করা হয়, আমার অফিস কক্ষে তিনটি ট্রাঙ্কে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৩ এর শিক্ষার্থীদের লক্ষাধিক মার্কশিট রক্ষিত ছিল। গত ১৯ মে সকাল ১০টার দিকে দেখা যায় যে, ওই তিনটি ট্রাঙ্কের মধ্যে একটিতে লাগানো তালা নেই। বিষয়টি আমি তাৎক্ষণিক চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করি। পরবর্তীতে ৩ জুন বিকেল ৩টার সময় ভাঙা ট্রাঙ্কটি তদন্ত কমিটির নির্দেশক্রমে শিক্ষা বোর্ডের দুজন কর্মকর্তার উপস্থিতিতে পর্যালোচনা করে দেখা যায়, ট্রাঙ্কে শিক্ষার্থীদের দুটি মার্কশিট নেই।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. দিদারুল আলম। জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বুধবার গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলম একটি জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।