কলেজে ভর্তি আবেদনের সময় বাড়তে পারে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মে ২০২৪, ১২:৫৪ AM , আপডেট: ০২ জুন ২০২৪, ০৩:১০ PM
কারিগরি ত্রুটির কারণে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময়সীমা দুইদিন বাড়ানো হতে পারে। আগামী ১১ জুন পর্যন্ত ভর্তি আবেদনের সময় বেধে দেওয়া হলেও তা ১৫ জুন পর্যন্ত বর্ধিত করা হতে পারে।
বৃহস্পতিবার (৩০ মে) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আবেদনের সময় দু'দিন বাড়ানো হতে পারে এমনিতেই আবেদনের সময় ১১ জুন পর্যন্ত আছে। এই সময়ে যারা আবেদন করতে পারবেন না তাদের জন্য সময় দু'দিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
কতজন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন? জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বুধবার বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে চার লাখ ৯৪ হাজার মতো আবেদন পড়েছে। এর মধ্যে পেমেন্ট করতে পেরেছেন তিন লাখ ২০ হাজার শিক্ষার্থী।
প্রসঙ্গত, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী পাস করেছেন। সে হিসেবে এখনও আবেদনের বাইরে রয়েছেন সাড়ে ১১ লাখের মতো শিক্ষার্থী।
একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন করতে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের ভিজিট করুন