এইচএসসি পরীক্ষার সংশোধিত কেন্দ্রের তালিকা প্রকাশ

পরীক্ষার্থী
পরীক্ষার্থী   © ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।বুধবার বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে ২৩ মার্চ এইচএসসির কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।

২০২৪-সালের-এইচএসসি-পরীক্ষার-কেন্দ্র-তালিকা-সংশোধিত 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আগামী ৩০ জুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে। শিগগিরই পরীক্ষা রুটিন প্রকাশ করা হবে।

আগামী ১৬ এপ্রিল থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

সাধারণত এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেয়া হয়। কিন্তু করোনার প্রভাবে শিক্ষাসূচি এলোমেলো হওয়ায় এবারো পরীক্ষা পেছানো হচ্ছে।


সর্বশেষ সংবাদ