০৮ অক্টোবর ২০২৩, ১৪:৪৮

একাদশের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল বিএম কলেজ

একাদশের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল বিএম কলেজ  © টিডিসি ফটো

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে উচ্চ মাধ্যমিক (২০২৩-২৪) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে এসব শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। রবিবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় কলেজের পরীক্ষা ভবনের অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাসে সভাপতিত্ব করেন উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক ড. মুহা. গোলাম ছরোয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.কাইয়ুম উদ্দীন আহমেদ। এছাড়া কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আলআমিন সরোয়ারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, মেডিকেল, বুয়েটসহ দেশসেরা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে ভর্তি হতে চাইলে উচ্চমাধমিক থেকেই প্রস্তুতি নিতে হবে। ক্যারিয়ারে ভালো কিছু করতে চাইলে উচ্চ মাধ্যমিকই এক মাত্র উত্তম সময়।

বক্তারা বলেন, উচ্চ মাধ্যমিকে যারা ভালো করে মনোযোগ সহকারে পড়াশুনা করেছেন, ইতিহাসে তারাই ভালো কিছু করছেন। শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বি এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।