এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ৭০৮৯, বহিষ্কার ৮১
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৫:০৩ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৩, ০৫:০৩ PM
চলমান এইচএসসির ৮টি বোর্ডে আজ মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৭ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ৮১ জনকে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য জানায়।
গত ১৭ আগস্ট থেকে এ বছরের ৮টি বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বন্যার কারণে ৩টি বোর্ডের প্রথম ৪টি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ৮টি বোর্ড মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ।
মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আজ সকালে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৮৯ হাজার ৮০৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৮২ হাজার ৭১৪ জন। অর্থাৎ ৭ হাজার ৮৯ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি (১ হাজার ৯৫৮ জন) অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে।