১০ আগস্ট ২০২৩, ০০:৪০

লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানেও সন্ধান মেলেনি নিখোঁজ কলেজছাত্রের

নিখোঁজ মোহাম্মদ সাকিবকে উদ্ধারে সেনাবাহিনীর অভিযান  © টিডিসি ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যার পানির স্রোতে নিখোঁজ মোহাম্মদ সাকিব (১৮) নামে এক কলেজছাত্রকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী।

বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে ২নম্বর ওয়ার্ডের শাহ আলম খান সড়কস্থ ঘটনাস্থলের আশপাশ এলাকায় পানিতে এ অভিযান পরিচালনা করা হয়।

নিখোঁজ সাকিব একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ জলিল নগর এলাকার প্রবাসী সামশুল ইসলামের পুত্র ও সাতকানিয়া এম. এ. মোতালেব কলেজের ছাত্র।

স্থানীয়রা জানিয়েছেন, গত মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ৩টার দিকে নিজ এলাকা থেকে সাকিবসহ ৪ বন্ধু মিলে পানি দেখতে বের হন। রেললাইন হয়ে হেঁটে তারা শাহ আলম খান সড়ক এলাকায় আসেন।

সেখান থেকে তারা ডুবন্ত সড়ক দিয়ে যাবার সময় পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় আশপাশের লোকজনের সহায়তায় অপর তিন বন্ধুকে উদ্ধার করা হলেও সাকিবকে পাওয়া যায়নি। ঘটনার পর সাকিব উদ্ধারে তার স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে সন্ধান করেন।

উদ্ধার অভিযানে আসা বাংলাদেশ সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের মেজর মাহফুজ জানান, খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম স্প্রিটবোট নিয়ে ঘটনাস্থলের আশপাশ এলাকায় নিখোঁজ সাকিবকে উদ্ধারে প্রায় ৩ ঘন্টা অভিযান পরিচালনা করেন। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের অদূরে সাকিবের ব্যবহৃত ছাতাটি উদ্ধার করা হয়েছে।