১৬ এপ্রিল ২০২৩, ১৯:১৭

‘ব্যক্তিগত আলাপ’ ভাইরালের পর থানায় জিডিতে যা বললেন শিক্ষক পুলক

কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক পুলকের সাথে ওই ছাত্রী  © ফাইল ফটাে

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক-ছাত্রীর ‘ব্যক্তিগত আলাপের’ স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মাহির আসেফ পুলক। তিনি রাজউক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

আজ রবিবার রাজধানীর উত্তরখান থানায় এই জিডি করা হয়। জিডি নং-৬৩৮। সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আবুল কালাম। ওই থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান এই জিডি সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজউক কলেজ ছাত্রী-শিক্ষকের ‘ব্যক্তিগত আলাপ’ ভাইরাল

জিডির আবেদনে পুলক বলেন, গতকাল শনিবার সকালে তৃপ্তি রহমান নামক ফেসবুক আইডি থেকে আমার ছবি এবং কিছু কথোপকথোন, অডিও রেকডিং ফেসবুকে শেয়ার করা হয়। পরবর্তীতে তাকে এ ঘটনার কারণ জানতে চাইলে তিনি তাৎক্ষণিক তার আইডি থেকে ছবি এবং অডিও রেকডিং রিমুভ করে দেয়। ততক্ষণে এসব ছবি গুলো এবং অডিও রেকডিং ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) যায়।

“পরে অজ্ঞাতনামা বিবাদী তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে আমাকে ফেসবুকে ভাইরাল করবে বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এদিকে, ঘটনার পরদিন আজ রবিবার সকালে আমার নিজ নামে Mahir Asef Pulok ফেসবুকে প্রবেশ করে দেখতে পাই যে অজ্ঞাতনামা বিবাদী Tamzid Mahfuz Mubin নামক ফেসবুক পেজ খুলে আমার ছবি এবং ম্যাসেজের স্কীনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমার মান সম্মান ক্ষুন্ন করেন। পরবর্তীতে একাধিক নম্বর থেকে আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে। অজ্ঞাত নামা বিবাদীরা আমার নিজ নামে আমার ছবি এবং মোবাইল নাম্বার ব্যবহার করে Mahir Asef Pulok পেজ খুলে আমাকে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। আমি বিভিন্নভাবে চেষ্টা করেও এই অপপ্রচারকারীদের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হলে আপাতত বিষয়টি জিডি করে রাখা প্রয়োজন বলে মনে করি।”

এ বিষয়ে কথা বলতে ভুক্তভোগী মাহির আসেফ পুলকের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উত্তরখান থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান বলেন, জিডির বিষয়টি আমি জানতে পেরেছি। এ নিয়ে যাচাই-বাচাই করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।