০৪ মার্চ ২০২৩, ১৫:১৩

আরামবাগে সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু 

মো. আরাফাত ইসলাম তানভির (২৩)  © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মো. আরাফাত ইসলাম তানভির (২৩) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া তথ্যটি নিশ্চিত করে জানান, আজ শনিবার (৪ মার্চ) সকাল ৯টায় ওই শিক্ষার্থী মৃত্যুবরণ করেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আরামবাগের রয়েল ডিলাক্স কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আরাফাত আবুজর গিফারি কলেজে এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘শুক্রবার রাতে দুই বন্ধু সাব্বির ও অমিতকে নিয়ে আরামবাগ এলাকাতেই একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যান আরাফাত। পরে তিন বন্ধু রাস্তায় ঘুরতে বের হন। আরাফাত মোটরসাইকেল চালাচ্ছিলেন। আরামবাগ রয়েল ডিলাক্স বাস কাউন্টারের পাশে এলে একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। বাকি দুজন সামান্য আহত হন। পরে আরাফাতকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।’

তিনি আরো জানান, ‘নিহত আরাফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসাপাতাল মর্গে রাখা হয়েছে।’