নটর ডেম কলেজের ভর্তির ফল প্রকাশ, দেখুন এখানে

নটর ডেম কলেজ
নটর ডেম কলেজ  © ফাইল ছবি

নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার (লিখিত) ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। কলেজের ওয়েবসাইটে (ndc.edu.bd) ফলাফল পাওয়া যাচ্ছে। আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত এসব প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হবে।

ফল দেখুন এখানে

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ২৩ ডিসেম্বর ভর্তি আবেদনের ক্রমিক নম্বর অনুযায়ী নিম্নল্লিখিত সময়সূচি (বিজ্ঞপ্তিতে প্রকাশিত) অনুযায়ী নির্দিষ্ট কক্ষের সামনে উপস্থিত থাকতে বলা হচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে কলেজ গেইটে উপস্থিত থাকতে হবে।

মৌখিক পরীক্ষার দিন সঙ্গে ভর্তিচ্ছু প্রার্থীদের যা যা আনতে হবে

১) ভর্তি আবেদনের প্রবেশপত্র;

২) এস.এস.সি. পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড;

৩) এস. এস. সি. পরীক্ষার মূল প্রবেশপত্র;

৪) এস.এস.সি. পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশীট-এর ইন্টারনেট প্রিন্ট কপি;

৫) দশম শ্রেণি নির্বাচনি পরীক্ষার রিপোর্ট কার্ড (যদি থাকে)। এছাড়াও সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)। 

বি.দ্র. সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 


সর্বশেষ সংবাদ