এইচএসসি ভোকেশনালের চূড়ান্ত পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ

পরীক্ষার্থী
পরীক্ষার্থী  © ফাইল ছবি

এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণির ২০২৩ সালের চূড়ান্ত পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। পাঠ্যসূচিটি ইতোমধ্যে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড -১৯ পরিস্থিতিতে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংশ্লিষ্ট সকলের সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোপূর্বে প্রকাশিত একাদশ শ্রেণির বোর্ড চূড়ান্ত পরীক্ষা ২০২২ এর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি একাদশ শ্রেণির বোর্ড চূড়ান্ত পরীক্ষা ২০২৩ এর জন্য প্রযোজ্য হবে। তবে একাদশ শ্রেণির ইংরেজি বিষয়ে প্রণীত নতুন সিলেবাসের আলোকে প্রস্তুতকৃত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসরন করতে হবে।

পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি ডাইনলোড করতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ