এইচএসসির ৫ম দিনে অনুপস্থিত ১৮ হাজার, বহিষ্কার ২২
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৮:২২ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২২, ০৮:২২ AM
এইচএসসির ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে মঙ্গলবার দেশের ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৬৩৯টি কেন্দ্রে ৭ লাখ ৭৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ১৪৪ জন অনুপস্থিত ছিলেন। এদিন সারাদেশে ২২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নয়টি সাধারণ বোর্ডের অধীনে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৫ লাখ ৬৭ হাজার ৮৫০ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৫ লাখ ৫৮ হাজার ৩৩৬ জন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৫১৪ জন।
জানা গেছে, ঢাকা বোর্ডের ২ হাজার ২৪ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৬ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৬৪৯ জন, যশোর বোর্ডের ৭২৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৩০০ জন, সিলেট বোর্ডের ৬৭২ জন, বরিশাল বোর্ডের ৪৭৮ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ২১১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৪৪৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
এ পরীক্ষায় বরিশাল বোর্ডের ২ জন ও দিনাজপুর বোর্ডের ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর বরিশাল বোর্ডের ২ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন নিয়ম
মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। সকাল ১১টা থেকে দুপুরে একটা পর্যন্ত চলা এ পরীক্ষায় সারাদেশের ৪৪৮টি কেন্দ্রে ৯২ হাজার ১৯১ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ৮৬ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭২টি কেন্দ্রে মোট ১ লাখ ১৩ হাজার ২১১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৩ হাজার ১২৭ জন অনুপস্থিত এবং ১০ জন বহিষ্কার হয়েছেন। মঙ্গলবার কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।