০৩ নভেম্বর ২০২২, ০৮:৪৯

তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ কলেজছাত্রী পূর্ণবীর

পূর্ণবী ইসলাম মেহেরীন মীম  © টিডিসি ফটো

নোয়াখালীর মাইজদী পাবলিক কলেজের এক ছাত্রী গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি ওই ছাত্রী। গত মঙ্গলবার (০১ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ছাত্রীর পরিবার।

নিখোঁজ ছাত্রীর নাম পূর্ণবী ইসলাম মেহেরীন মীম (১৮)। তিনি নোয়াখালীর মাইজদীর পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী। পূর্ণবীর গায়ের রঙ উজ্জল শ্যামলা ও উচ্চতা ৫ ফিট ১ ইঞ্চি।

পরিবার সূত্র জানায়, পূর্ণবী গত মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে প্রতিদিনের মত বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়। এরপর বাড়ি না ফেরায় পারিবারের সদস্যরা গতকাল দুপুর হতে অদ্যবদি পর্যন্ত অনেক স্থানে খোঁজাখুঁজি করেও নিখোঁজ ছাত্রীর কোনো সন্ধান পায়নি তারা।

আরও পড়ুন: রংপুর বিভাগে কমেছে এইচএসসি পরীক্ষার্থী

পূর্ণবীর বাবা নুরুন্নবী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার আমার মেয়ে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজ শেষে ১-১.৩০টার মধ্যে মেয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু মঙ্গলবার নির্ধারিত সময়ে সে বাড়িতে না আসায় আমরা আমাদের নিকট আত্বীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও সম্ভাব্য সকল স্থানে খোঁজা-খুঁজি করে তার কোনো সন্ধান পাইনি।

কলেজের অধ্যক্ষ তাকদীর হোসাইন জানান, পূর্ণবীর বাবা মঙ্গলবার সন্ধ্যায় আমাকে জানায় তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। আমাদের যেহেতু দ্বাদশ শ্রেণীর ক্লাস নতুন করে শুরু হয়েছে। সেহেতু শিক্ষার্থী হাজিরা খাতা প্রস্তুত করা হয়নি। তাই তার উপস্থিতি আমরা নিশ্চিত করতে পারি নাই। পূর্ণবীর বাবাকে নিকটস্থ থানায় একটি ডায়েরী করতে বলেছি।

পরে গতকাল বুধবার নোয়াখালী সুধারাম মডেল থানায় পূর্ণবীর বাবা নুরুন্নবী একটি সাধারণ ডায়েরি করেছেন। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা মেয়ের বাবার অভিযোগ গ্রহণ করেছি। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।