বিএসির ‘অ্যাক্রেডিটেশন স্ট্যান্ডার্ড এন্ড ক্রাইটেরিয়া’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল  © সংগৃহীত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উদ্যোগে ‘অ্যাক্রেডিটেশন স্ট্যান্ডার্ড এন্ড ক্রাইটেরিয়া‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) তিন ঘন্টা ব্যাপী অনলাইন ভার্চুয়ালে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত ওয়ার্কশপে কাউন্সিলের পূর্ণকালীন সদস্য ইসতিয়াক আহমদ, প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম, প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর ড. এস. এম কবীর অংশগ্রহণ করেন। ভার্চুয়াল ওয়ার্কশপটি সঞ্চালনা করেন কাউন্সিলের সচিব প্রফেসর ড. একিউএম শফিউল আজম।

ওয়ার্কশপে বিএসি কর্তৃক প্রণীত ‘অ্যাক্রেডিটেশন স্ট্যান্ডার্ড এন্ড ক্রাইটেরিয়া’ এর খসড়া উপস্থাপন করেন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস. এম কবীর। অতঃপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এর ভাইস-চ্যান্সেলরগণ ওয়ার্কশপে উপস্থাপিত থেকেউন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ