২১ আগস্ট ২০২০, ১১:১৮

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন মারা গেছেন

  © সংগৃহীত

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ নরসিংদীর হাজী সলিমুদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদের কনিষ্ঠ কন্যা অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।

নরসিংদী জেলায় ১৯৩৬ সালে নাজিরউদ্দিন আহমেদের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে শিক্ষা প্রশাসনে ডিগ্রি অর্জন করেন তিনি।

কর্মজীবনে তিনি খুলনা আযম খান কমার্স কলেজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, করোটিয়া সা’দত কলেজ এবং ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন।