প্রাণনাশের হুমকি অনুভব করছি, জিডিতে ভিপি নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তার সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের হত্যার হুমকির ঘটনায় বুধবার (১৭ জুন) রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভিপি নুর।
জিডিতে ভিপি নুর জানিয়েছেন, গত ১৬ জুন এবং ১৭ জুন দিবাগত রাত দেড়টার দিকে ০১৬২৫৯৯১৫৭৬ নাম্বার থেকে হত্যার হুমকি দিয়ে তার ব্যবহৃত দু’টি নাম্বারে ৩টি ক্ষুদে বার্তা পাঠানো হয়। এছাড়া একই নাম্বার থেকে তার সংগঠনের আরো ৪০ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিজের এবং সংগঠনের অন্য নেতাকর্মীদের জীবন নিয়ে সংশয় প্রকাশ করা ও যথাযথ নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের সহযোগিতা চান নুর। শাহবাগ থানার ডিউটি অফিসার নুরুল হক নুরের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তাঁর ধারণা, সম্প্রতি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ায় একটি চক্র আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। এটি নিশ্চয়ই কোনো প্রভাবশালী বা ক্ষমতাধর মহলের হুমকি! দুর্বৃত্তায়নের বিদ্যমান রাজনীতির বিপরীতে তরুণদের নেতৃত্বে দেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছি হয়তো সে কারণে তারা ক্ষুদ্ধ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে তরুণদের নিয়ে নতুন ধারার একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ডাকসুর ভিপি নুর।
নুরুল হক নূর ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। পরে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ রাখা হয়। ২০১৯ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন নূর।