এ বছর আর খুলছে না নিউইয়র্কের স্কুল–কলেজ

মার্কিন যুক্তরাষ্ট্রে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ধাক্কায় বিপর্যস্ত নিউইয়র্ক সিটি। প্রাণঘাতী ভাইরাসটি থেকে রক্ষা পেতে এই অঙ্গরাজ্যের সব স্কুল–কলেজ শিক্ষা বছরের বাকি সময়ের জন্যও বন্ধ থাকবে। রাজ্যের তিন লাখের বেশি মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত। রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এবং নগরের মেয়র বিল ডি ব্লাজিও বক্তব্যে তা প্রকাশ পেয়েছে।

এদিকে হাসপাতালে এখনো প্রতিদিন প্রায় এক হাজার করোনা আক্রান্ত মানুষ ভর্তি হচ্ছে অথবা চিকিৎসা নিতে আসছে। টানা লকডাউনে থাকা নগরের কার্যক্রম আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। নগরের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, করোনাভাইরাস এখনো নিউইয়র্ক নগরে বেশ সক্রিয়। প্রতিদিন নতুন নতুন লোক সংক্রমিত হচ্ছে।

অঙ্গরাজ্যের স্কুল কলেজ চলতি শিক্ষা বর্ষে বন্ধ থাকবে। রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো স্কুল বোর্ডগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন ধাপে অঙ্গরাজ্যের সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা এ সপ্তাহে জানানোর কথা বলেছিলেন গভর্নর। শুক্রবার তিনি বলেছেন, পরিস্থিতির ক্রমাগত উন্নতির দিকে লক্ষ্য রেখে মে মাসের ১৫ তারিখের মধ্যে এসব পদক্ষেপের কথা তিনি জানাবেন।

গত বৃহস্পতিবার অঙ্গরাজ্যের মৃত্যু তালিকায় ২৮৯ জনের নাম যুক্ত হয়ে হয়েছে। এ নিয়ে করোনায় নিউইয়র্কে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১০ জনে। রাজ্যের তিন লাখের বেশি মানুষ এখনো করোনাভাইরাসে আক্রান্ত। প্রতিদিন হাসপাতালে এখনো এক হাজারের কাছাকাছি মানুষ ভর্তি হচ্ছে বা চিকিৎসা নিতে আসছে। এ পরিস্থিতিকে আরও সহনীয় পর্যায়ে আনার জন্য গভর্নর ও মেয়র উভয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। লকডাউন মেনে চলার ওপর আবারও জোর দিয়েছেন তাঁরা।

নিউইয়র্কের পাশের অঙ্গরাজ্য নিউজার্সিতেও ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শুক্রবার এই অঙ্গরাজ্যে ৩১১ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। এ প্রথমবারের মতো এক দিনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় নিউইয়র্ককে ছাড়িয়ে গেছে নিউজার্সি। এ রাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে প্রায় ৭ হাজার ৫৩৮ জনের মৃত্যু হয়েছে বলে গভর্নর ফিল মারফি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ