শনিবার ডাকসুতে যাবেন ক্রিকেটার সাকিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১১:২৪ AM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২০, ১১:৩৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ‘SmartCane Device’ বিতরণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সে অনুষ্ঠানে ডাকসুর আমন্ত্রণে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাকিব। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ডাকসু। এছাড়াও ডাকসুর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ‘SmartCane Device’ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যৌথভাবে এটা আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু ) এবং চাকরী প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। ‘SmartCane Device’ সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বিবেচনা করে অনুষ্ঠানটি ডাকসু কনফারেন্স রুমে বিকাল সাড়ে ৪টায় শুরু হবে বলে জানানো হয়েছে।