৩০ জানুয়ারি ২০২০, ০৮:৫৩

আইডিয়া হান্টে রানার্স-আপ ঢাবির আইইআর টিম

রানার্স আপ দলের সদস্যরা  © টিডিসি ফটো

আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২০ উপলক্ষ্যে ইইএস আয়োজিত আইডিয়া হান্ট প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৪র্থ বর্ষের একটি টিম। আর রানার্স-আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) অপর একটি টিম ।

আইডিয়া হান্টের বিষয় ছিল ‘স্বপ্নের স্কুল’। এই প্রতিযোগিতায় অনলাইন সেশনের মাধ্যমে নির্বাচিত সেরা ১০টি দলের মধ্যে হয় আইডিয়া প্রেজেন্টেশন সেশন। রাজধানীর ইএমকে সেন্টারে বুধবার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৬তম ব্যাচের এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে তাদের এই অংশগ্রহণ ও সাফল্যকে ইতিবাচকভাবে দেখছে ইন্সটিটিউটের সকলেই।

‘টিম ফ্লেয়ার’ নামের এই টিমের সদস্যরা ছিলেন, জয়নুল আবেদীন ফাহিম (বিশেষ শিক্ষা বিভাগ), রিফাত হোসেন দিগন্ত (বিশেষ শিক্ষা বিভাগ) এবং জাফরিন জান্নাত (সামাজিক বিজ্ঞান বিভাগ)।