বিশ্ববিদ্যালয় র্যাংকিং: ওমান-আমিরাত-পাকিস্তানও বাংলাদেশের ওপরে
ডেটা ও গবেষণার ওপর ভিত্তি করে প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করেছে ‘কিউএস’। এবারও টানা অষ্টমবারের মতো তালিকার শীর্ষে রয়েছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)। তালিকায় দ্বিতীয় অবস্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে হার্ভাড বিশ্ববিদ্যালয়।
র্যাংকিংয়ে এবার ৮০০ ছাড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এক হাজার বিশ্ববিদ্যালয়ের এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ৮০১-১০০০ এর মধ্যে রয়েছে। তবে নির্দিষ্ট কত নম্বরে তা উল্লেখ করা হয়নি।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং অনুযায়ী এশিয়ার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১২৭ নম্বরে আছে বলে সংস্থাটির ওয়েবসাইটে দেখানো হয়েছে। গতকাল ১৯ জুন নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে তারা। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অবস্থান দেখতে এখানে ক্লিক করুন।
তালিকায় এবার ক্যামব্রিজের অবস্থান ছয় থেকে সাতে নেমেছে। র্যাংকিংয়ে চতুর্থ অক্সফোর্ড, পঞ্চম ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ষষ্ঠ সুইস ফেডারেল ইন্সটিটিউট অব টেকনোলজি।
তথ্যমতে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিক্ষা বিষয়ক ম্যাগাজিন ‘টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিন’ ২০১০ সাল থেকে প্রতি বছর প্রকাশ করছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি র্যাংকিং। মূলত এই র্যাংকিং তারা ২০০৪ সাল থেকেই শুরু করেছিল। তবে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তারা কিউএসের সাথে একত্রে র্যাংকিং প্রকাশ করতো। ২০১০ সাল থেকে টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিন আলাদাভাবে র্যাংকিং প্রকাশ করতে শুরু করলে তারা দ্রুতই হয়ে ওঠে বিশ্বের সেরা তিনটি বিশ্ববিদ্যালয় র্যাংকিং পদ্ধতির একটি। তাদের সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে মোট ৯৮০টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল। টাইমসের র্যাংকিং মোট ৫টি মানদণ্ডের ভিত্তিতে হয়ে থাকে। পাঁচটি মানদণ্ড হচ্ছে, প্রাতিষ্ঠানিক খ্যাতি, শিক্ষক ও প্রাতিষ্ঠানিক কর্মচারীদের যোগ্যতা ও দক্ষতা, শিক্ষক-ছাত্রের অনুপাত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভাগীয় কৃতিত্ব তথা গবেষণা ও অন্যান্য এবং আন্তর্জাতিক পর্যালোচনা।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ছাড়াও ৮২টি দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাঙ্কিংয়ের বৈশিষ্ট্যযুক্ত ছিল। র্যাঙ্কিংয়ের সেরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কে কোন অবস্থানে তা পাঠকদের জন্য তুলে ধরা হল-
আর্জেন্টিনা: ইউনিভার্সিটি ডি বুয়েনস আইরেস - বিশ্বের ৭৪তম স্থান
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) - যৌথভাবে ২৯তম স্থান
অস্ট্রিয়া: ইউনিভার্সিটি ভিয়েন (ভিয়েনা বিশ্ববিদ্যালয়) - যৌথভাবে ১৫৪তম স্থান
আজারবাইজান: বাকু স্টেট ইউনিভার্সিটি- ৮০১-১০০০ এর মধ্যে
বাহরাইন: বাহরাইন বিশ্ববিদ্যালয়- ৮০১-১০০০ এর মধ্যে
বাংলাদেশ: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় - উভয়ই ৮০১-১০০০ এর মধ্যে
বেলারুশ: বেলারুশ স্টেট ইউনিভার্সিটি- ৩৫১তম স্থান
বেলজিয়াম: ক্যাথোলিক ইউনিভার্সিটি লিউভেন- ৮০তম স্থান
ব্রাজিল: ইউনিভার্সিড দে সাও পাওলো (ইউএসপি) - যৌথভাবে ১১৬তম স্থান
ব্রুনাই দারুসালাম: ব্রুনাই দারুসালাম বিশ্ববিদ্যালয়- যৌথভাবে ২৯৮তম স্থান
বুলগেরিয়া: সোফিয়া বিশ্ববিদ্যালয় ‘সেন্ট ক্লিমেন্ট ওহরিদস্কি’- ৭৫১-৮০০তম
কানাডা: টরন্টো বিশ্ববিদ্যালয় - যৌথভাবে ২৯তম স্থান
চিলি: পন্টিফিশিয়া ইউনিভার্সিড ক্যাটাওলিকা দ্য চিলি - ১২৭তম স্থান
চীন: সিংহুয়া বিশ্ববিদ্যালয় - ১৬তম স্থান
কলম্বিয়া: ইউনিভার্সিড ডি লস এন্ডিস কলম্বিয়া - যৌথভাবে ২৩৪তম স্থান
কোস্টারিকা: ইউনিভার্সিড ডি কোস্টারিকা - ৫১১-৫২০ তম
ক্রোয়েশিয়া: জাগরেব বিশ্ববিদ্যালয় - ৭৫১-৮০০তম
কিউবা: ইউনিভার্সিড দে লা হাবানা - ৫০১-৫১০তম
চেক প্রজাতন্ত্র: চার্লস ইউনিভার্সিটি- যৌথভাবে ২৯১তম স্থান
ডেনমার্ক: কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়- যৌথভাবে ৭২তম স্থান
ইকুয়েডর: ইউনিভার্সিড ডি সান ফ্রান্সিসকো ডি কুইটো - যৌথভাবে ৭৫১-৮০০তম
মিশর: আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রো- যৌথভাবে ৩৯৫তম
এস্তোনিয়া: তার্টু বিশ্ববিদ্যালয়- ৩০১তম স্থান
ফিনল্যান্ড: হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়- ১০৭তম স্থান
ফ্রান্স: প্যারিস বিজ্ঞান ও লেট্রেস রিসার্চ ইউনিভার্সিটি (পিএসএল) - ৫৩তম স্থান
জার্মানি: টেকনিশিস ইউনিভার্সিটি মুনচেন - ৫৫তম স্থান
গ্রীস: ন্যাশনাল টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ এথেন্স- যৌথভাকবে ৪৫৪তম
হংকং: হংকং বিশ্ববিদ্যালয় (এইচকেইউ) - যৌথভাবে ২৫তম স্থান
হাঙ্গেরি: সিজেড বিশ্ববিদ্যালয়- ৫০১-৫১০তম স্থান
ভারত: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে (আইআইটিবি)- ১৫২তম স্থান
ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়- যৌথভাবে ২৯৬তম স্থান
ইরান: শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি- যৌথভাবে ৪০৭তম স্থান
ইরাক: বাগদাদ বিশ্ববিদ্যালয় - ৭০১-৭৫০তম স্থান
ইজরায়েল: জেরুজালেম হিব্রু বিশ্ববিদ্যালয়- ১৬২তম স্থান
ইতালি: পোলাইটকনিকো ডি মিলানো - যৌথভাবে ১৪৯তম স্থান
জাপান: টোকিও বিশ্ববিদ্যালয় - যৌথভাবে ২২তম স্থান
জর্ডান: জর্দান বিশ্ববিদ্যালয়- ৬০১-৬৫০তম স্থান
কাজাখস্তান: আল-ফারাবি কাজাখ ন্যাশনাল বিশ্ববিদ্যালয় - যৌথভাবে ২০৭তম স্থান
কুয়েত: কুয়েত বিশ্ববিদ্যালয় - ৮০১-১০০০নম্বরে
লাতভিয়া: রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটি - ৭০১-৭৫০তম স্থান
লেবানন: আমেরিকান বৈরুত বিশ্ববিদ্যালয় (এইউবি) - ২৪তম স্থান
লিথুয়ানিয়া: ভিলনিয়াস বিশ্ববিদ্যালয়- ৪৫৮তম স্থান
ম্যাকাও, এসএআর, চীন: ম্যাকাও বিশ্ববিদ্যালয় - যৌথভাবে ৩৮৭তম স্থান
মালয়েশিয়া: ইউনিভার্সিটি মালয় (ইউএম) - ৭০তম স্থান
মেক্সিকো: ইউনিভার্সিড নাসিয়ালাল অটোনোমা দে মেক্সিকো (ইউএনএএমএ) - ১০৩তম স্থান
নেদারল্যান্ডস: ডেল্ট ইউনিভার্সিটি অব টেকনোলজির - ৫০তম স্থান
নিউজিল্যান্ড: অকল্যান্ড বিশ্ববিদ্যালয় - ৮৮তম স্থান
নরওয়ে: অসলো বিশ্ববিদ্যালয় - ১১৯তম স্থান
ওমান: সুলতান কাউবোস বিশ্ববিদ্যালয় - যৌথভাবে ৩৯৭তম স্থান
পাকিস্তান: পাকিস্তান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্সেস (পিআইএএএসএস) - ৩৭৫তম স্থান
পানামা: ইউনিভার্সিড টেকনোলজিকা দে পানামা (ইউটিপি) - ৮০১-১০০তম
প্যারাগুয়ে - ইউনিভার্সিড ন্যাশনাল ডি আসুনসিয়ান- 8৮১-১০০তম
পেরু: পন্টিফিসিয়া ইউনিভার্সিড ক্যাটাওলিকা ডেল পেরু - যৌথভাবে ৪৭৪তম স্থান
ফিলিপাইন: ফিলিপাইন বিশ্ববিদ্যালয় - যৌথভাবে ৩৫৬তম স্থান
পোল্যান্ড: জগিয়েলনিয়ান বিশ্ববিদ্যালয় - যৌথভাবে ৩৩৮তম
পর্তুগাল: লিসবন বিশ্ববিদ্যালয় - যৌথভাবে ৩৩৮তম
পুয়ের্তো রিকো: ইউনিভার্সিড ডি পুয়ের্তো রিকো - ৮০১-১০০০তম
কাতার: কাতার বিশ্ববিদ্যালয়- ২৬তম স্থান
আয়ারল্যান্ড প্রজাতন্ত্র: ট্রিনিটি কলেজ ডাবলিন (টিসিডি) - যৌথভাবে ১০৮তম স্থান
রোমানিয়া: বাব্স-বলাইই ইউনিভার্সিটি এবং বুখারেস্ট বিশ্ববিদ্যালয় - উভয়ই ৮০১-১০০০ স্থান পেয়েছে
রাশিয়া: লোমোনিসভ মস্কো স্টেট ইউনিভার্সিটি - ৮৪তম স্থান
সৌদি আরব: রাজা আব্দুল আজিজ ইউনিভার্সিটি (কেএইউ) - ১৮৬তম স্থান
সার্বিয়া: বেলগ্রেড বিশ্ববিদ্যালয় - ৮০১-১০০০তম
সিঙ্গাপুর: নানয়্যাং টেকনোলজি ইউনিভার্সিটি (এনটিইউ) এবং ন্যামনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (এনএসএস) - যৌথভাবে ১১তম
স্লোভাকিয়া: কমেনিয়াস ইউনিভার্সিটি ইন ব্রাতিস্লাভা এবং স্লোভাক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইন ব্রাতিস্লাভা - উভয়ই ৭৫১-৮০০তম
স্লোভেনিয়া: জুলজজানা বিশ্ববিদ্যালয় - ৫২১-৬০০তম
দক্ষিণ আফ্রিকা: কেপ টাউন বিশ্ববিদ্যালয় - যৌথভাবে ১৯৮তম
দক্ষিণ কোরিয়া: সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (এসএনইউ) -৩৭তম স্থান
স্পেন: ইউনিভার্সিটি ডি বার্সেলোনা (ইউবি) - যৌথভাবে ১৬৫তম স্থান
শ্রীলঙ্কা: পারদেনিয়া বিশ্ববিদ্যালয়- ৮০১-১০০০তম
সুইডেন: লুন্ড ইউনিভার্সিটি -২৯তম স্থান
তাইওয়ান: ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি (এনটিইউ) - ৬৯তম স্থান
থাইল্যান্ড: চুয়ালালংকার্ন ইউনিভার্সিটি - যৌথভাবে ২৪৭তম স্থান
তুরস্ক: কোক বিশ্ববিদ্যালয় - যৌথভাবে ৪৫১তম স্থান
ইউক্রেন: ভি.এন. করজিন খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটি - যৌথভাবে ৪৯১তম স্থান
সংযুক্ত আরব আমিরাত: খলিফা বিশ্ববিদ্যালয়- যৌথভাবে ২৬৮তম স্থান
উরুগুয়ে: ইউনিভার্সিড ডি মন্টেভিডিও - যৌথভাবে ৪৯১তম স্থান
ভেনিজুয়েলা: ইউনিভার্সিড সেন্ট্রাল দে ভেনিজুয়েলা (ইউসিভি) - ৭০১-৭৫০তম
ভিয়েতনাম: ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটি- হো চি মিন সিটি (ভিএনইউ-এইচসিএম) - ৭০১-৭৫০তম