ওসমান হাদির মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোক বার্তায় অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ওসমান হাদি ছিলেন একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ। জুলাই গণঅভ্যুত্থানে শরিফ ওসমান হাদি সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অভ্যুত্থান পরবর্তী সময়েও আধিপত্যবাদের বিরুদ্ধে ন্যায়, অধিকার ও পরিবর্তনের আকঙ্খায় তার সংগ্রামী ভৃমিকা দেশ ও সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, তার মৃত্যু দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি সহকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে। আমি তার মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, দীর্ঘদিনের সাংস্কৃতিক সহকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসাথে ওসমান হাদির হত্যাকন্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।