প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইডেনে মধ্যরাতে পার্টি, শিক্ষার্থীদের ক্ষোভ
ইডেন মহিলা কলেজের হলে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফ্লোর পার্টি আয়োজন করেন হলের তৃতীয় তলার শিক্ষার্থীরা। রবিবার (২৩ নভেম্বর) রাতে হযরত রাবেয়া বসরী (রহ.) হলের নিচে এ আয়োজন করা হয়।
পরে খবর পেয়ে হল সুপার আসমা সুলতানা এসে সাউন্ড বক্স সংগ্রহ করেন। এ সময় ছাত্র ফ্রন্টের নেত্রী সুমাইয়া সাইনা শিক্ষকের সঙ্গে উগ্র আচরণ করে বলে অভিযোগ উঠে। পরে এর প্রতিবাদে অন্য ফ্লোরের শিক্ষার্থীরা উপর থেকে পানি ফেলে অসন্তোষ প্রকাশ করে।
এ বিষয়ে হল সুপার আসমা সুলতানা বলেন, ‘প্রশাসনের কাছে শিক্ষার্থীরা সন্ধ্যা ৭টার দিকে জোরালো অনুরোধে মাত্র এক ঘণ্টার অনুমতি পেয়েছিল। কিন্তু তারা সেই অনুমতি উপেক্ষা করে রাত গভীর পর্যন্ত গান-বাজনা চালিয়েছে।’
এদিকে এক আবাসিক শিক্ষার্থী জানান, ‘দূর্যোগের কারণে আমরা নামাজ রুমে দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। কিন্তু তৃতীয় তলার পার্টির উচ্চ শব্দে তা সম্ভব হয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টকর।’
অভিযোগ অনুযায়ী প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও শিক্ষার্থী সুমাইয়া সাইনা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেছেন। বিষয়টি পরে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে সুমাইয়া সাইনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।