১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৯

উদ্যোক্তা তৈরিতে ইউইউ বিজনেস লঞ্চপ্যাড-২০২৫

উদ্যোক্তা তৈরিতে আয়োজন হচ্ছে ইউইউ বিজনেস লঞ্চপ্যাড ২০২৫  © সংগৃহীত

ভবিষ্যত উদ্যোক্তা তৈরি এবং তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী ইউইউ বিজনেস লঞ্চপ্যাড-২০২৫। উত্তরা ইউনিভার্সিটির অফিস অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স (ওইএ) এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আগামী ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

এতে শিক্ষার্থীরা তাদের ব্যবসায়িক ধারণা, পণ্য ও সেবা প্রদর্শন করতে পারবে সেইসাথে দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও ব্যাংকের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নেটওয়ার্কিং এর পাশাপাশি ক্যারিয়ার গাইডলাইন ও ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ পাবে। 

অফিস অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর আনিসুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইউইউ বিজনেস লঞ্চপ্যাড ২০২৫ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, নতুন উদ্যোগ এবং ব্যবসায়িক দক্ষতা বাস্তবে প্রয়োগের সুযোগ দিতে সম্পূর্ণ ব্যবসায়িক পরিবেশে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বুয়েটের ৭ বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

তিনি আরও বলেন, এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার্থীরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সম্পর্কিত সুযোগ, নীতি ও প্রশিক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। ভবিষ্যতে এই উদ্যোগকে নিয়মিত বার্ষিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা তাদের ধারণা ও সৃজনশীলতা প্রদর্শন করতে পারে।