২৫ অক্টোবর ২০২৫, ১৯:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাল্গুনী বাস রুটের নবীনবরণ ২৬ অক্টোবর

ঢাবির ফাল্গুনী বাস  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাল্গুনী বাস রুটের নবীনবরণ অনুষ্ঠান রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও থাকবেন অনুষ্ঠানের বিশেষ অংশীদার হিসেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ এবং পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

নবীনবরণে 'গর্বিত অভিভাবক' হিসেবে সকল বাসরুটের শিক্ষার্থীর অভিভাবকদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হবে।

দিনব্যাপী আয়োজনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হবে নৃত্য, সংগীত, নাটিকা এবং বিশেষ আকর্ষণ হিসেবে দেশসেরা মূকাভিনয় দল 'দ্য মামার্স'-এর মূকাভিনয় পরিবেশনা।

ফাল্গুনী বাস রুট নবীনবরণ উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা উদযাপনের পাশাপাশি তাদের অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করাই এই আয়োজনের উদ্দেশ্য।