শিক্ষা অধিকার সংসদ আয়োজিত ইয়াং এডুকেটরস সামিটের নিবন্ধন চলছে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা অধিকার সংসদ আগামী ২৪ অক্টোবর আয়োজন করতে যাচ্ছে ‘ইয়াং এডুকেটরস সামিট ২০২৫’। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি-নায়েমে অনুষ্ঠিতব্য এ সামিটে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান ডিসিপ্লিনের নির্বাচিত, নেতৃত্বগুণসম্পন্ন তরুণ শিক্ষার্থীগণ একত্রিত হবেন। সেখানে থাকবে নেতৃত্ব উন্নয়ন ও আইডিয়া-এক্সচেঞ্জ সেশন; ইন্টারঅ্যাকটিভ ওয়ার্কশপ ও গ্রুপ অ্যাকটিভিটি; প্রখ্যাত শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি সংলাপ; নেটওয়ার্কিং সুযোগ এবং অংশগ্রহণের সার্টিফিকেট।
এ আয়োজনে সভাপতিত্ব করবেন শিক্ষা অধিকার সংসদের আহ্বায়ক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো ড. এম নিয়াজ আসাদুল্লাহ। সেশন পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষা-উদ্যোক্তাগণ।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ শিক্ষাবিজ্ঞানের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবে। নিবন্ধনের শেষ তারিখ সোমবার, ২০ অক্টোবর ২০২৫। নিবন্ধন করার লিংক: https://forms.gle/6PwmDm8BMuKd45PA6
প্রয়োজনে যোগাযোগ: educationrightsparliament@gmail.com এবং +8801953394360; 01854867474।