নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়াম অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ ও সেন্টার ফর লিগ্যাল রিসার্চ (NSU CLR) যৌথভাবে আজ বৃহস্পতিবার “Undergraduate Law Symposium – Summer 2025” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুম (NAC 616)-এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সিম্পোজিয়ামের জন্য মোট ১৫টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচিত হয়। উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন অনুষ্ঠানের বিচারকমণ্ডলী - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের অধ্যাপক ড. মো. রাবিউল ইসলাম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইন ও মানবাধিকার বিভাগের সহকারী অধ্যাপক ড. নূর-ই-মেদিনা সুরাইয়া জেসমিন, এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র লেকচারার মিজ নাবিলা ফারহিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য প্রদান করেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. রিজওয়ানুল ইসলাম। তিনি সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানান এবং গবেষণা আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে ল’ সিম্পোজিয়ামের ভূমিকা তুলে ধরেন। ২০২১ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই নিয়মিত এই আন্ডারগ্রাজুয়েট ল সিম্পোজিয়ামের আয়োজন একটি প্রাতিষ্ঠানিক সবলতার নমুনা হিসেবে চিহ্নিত করেন তিনি।
অধ্যাপক আব্দুর রব খান নর্থ সাউথ ইউনিভার্সিটি সেন্টার ফর লিগ্যাল রিসার্চের এই উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর আরও বিকাশের প্রতি উৎসাহ প্রদান করেন।
সমাপনী বক্তব্য প্রদান করেন আইন বিভাগের প্রধান অধ্যাপক ইশতিয়াক আহমেদ। তিনি অনুষ্ঠানটির সফল আয়োজকদের ধন্যবাদ জানান এবং সিম্পোজিয়ামের ফলাফল ঘোষণা করেন। গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী সৈয়দ আলমগীর হোসাইন এর গবেষণাপত্র চ্যাম্পিয়ন স্থান অর্জন করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন শারমিন এবং নুরসালিন ইসলাম সিফাতের যৌথ গবেষণা প্রথম রানার্স আপ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিত জাওয়াদ ইসমামের প্রবন্ধ দ্বিতীয় রানার আপ পুরস্কার লাভ করে। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট এবং অর্থ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
এই সিম্পোজিয়াম শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা ও একাডেমিক আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করে নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ ও সেন্টার ফর লিগ্যাল রিসার্চ।