২৭ এপ্রিল ২০১৯, ১৯:১১

মৌলভীবাজার পলিটেকনিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

চাকতি নিক্ষেপ করে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেদওয়ানুর রহমান  © মুবিন খান

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেদওয়ানুর রহমান।

কলেজ সূত্রে জানা যায়, এবারের আয়োজনে আউটডোরে পাঁচটি, ইনডোরে চারটি এবং সাংস্কৃতিক পাঁচটিসহ মোট ১৪টি ইভেন্টে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা।

প্রতিযোগীতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বলছেন, গতানুগতিক শ্রেণীকক্ষের শিক্ষার পরিবেশ থেকে বের হয়ে বাস্তবধর্মী ক্রিয়া ও বিনোদনের সাথে মিশতে পারা অনেক আনন্দের ব্যাপার। প্রতিযোগীতায় অংশগ্রহণ করা বড় কথা, পুরস্কার পাওয়া বা বিজয়ী হওয়া গুরুত্বপূর্ণ নয়। এর মাধ্যমে পড়াশোনায় ফিরে গিয়ে আমরা আরো ভালো মনযোগী হতে পারবো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আরএসি ডিপার্টমেন্টের চিপ ইন্সট্রাক্টর প্রকৌশলী জহীরুল ইসলাম, ফুড ডিপার্টমেন্টের চিপ ইন্সট্রাক্টর এ. কে. এম খাদেমুল বাশারসহ সকল ডিপার্টমেন্টের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।