ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ
দাবি মেনে নিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহবান শিক্ষার্থীদের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ০৯:৫২ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ১০:১১ PM
শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের খুলে দেওয়ার দাবি জানিয়েছে তারা। শিক্ষার্থীরা বলেন, দাবি মেনে নিয়ে অবিলম্বে কলেজটি খুলে দিতে হবে। পাশাপাশি কলেজে শিক্ষার স্বাভাবিক পাঠদানের পরিবেশ ফিরিয়ে দিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। গতকাল প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি জানান।
এর আগে ১ মার্চ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কলেজটি বন্ধ ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লুবান মাহফুজ বলেন, কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন একটি পৃথক অনুষদ খোলার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। এ দাবির সমর্থনে তারা বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, প্রশাসনিক ভবনে তালাসহ অবস্থান কর্মসূচি পালন করে আসছে। তারা এ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেছে।তাদের এ দাবির সাথে ঝিনাইদহের বিভিন্ন মহলের প্রতিনিধিগন একমত পোষান করেছেন। কলেজটি প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পের অধীনে বাস্তবায়িত হচ্ছিল। ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। এতে কলেজটি ৬টি ব্যাচে ৩ শত ৬০ জন শিক্ষার্থী চরম সংকটে পড়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।