০৯ এপ্রিল ২০১৯, ২০:১০

পরিবহন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ

বরিশাল বিএম কলেজে।  © সংগৃহীত

বরিশাল বিএম কলেজে পরিবহন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের সামনে থেকে এ বিক্ষোভ কর্মসূচী শুরু হয়। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিক্ষোভ কর্মসূচী শেষে কলেজের অধ্যক্ষের কাছে দাবী সমূহ বাস্তবায়নের লক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।

ছাত্র মৈত্রীর সভাপতি জয় চক্রবর্তী জানান, লাহারহাট, বাকেরগঞ্জ, ঝালকাঠি, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া এসব রুটে গুলোতে অনতিবিলম্বে ১০টি বাস দিতে হবে। নিজস্ব বাস আসতে যদি সময় প্রয়োজন হয় তাহলে সে পর্যন্ত ভিন্ন বা বিআরটিসি বাসের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফিটনেস বিহীন বাস বাতিল করে সকল রুটে নতুন বাস দেওয়া সহ আরো দাবী জানান এ ছাত্র নেতা। এছাড়া বাস ছাড়ার সময়ের পরিবর্তনের ব্যাপারেও দাবী করা হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূর নীরব, লোকমান হোসেন, অন্বেশা দাস প্রমি প্রমুখ। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। তবে, তাদের দাবির আদায়ের ব্যাপারে পরবর্তী কোন কর্মসূচীর ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।