নোয়াখালী সদরে শ্রেষ্ঠ অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে উপজেলা পর্যায়ে নোয়াখালী সদর উপজেলার ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সদর উপজেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ মনোনীত হন নোয়াখালী সেনাবাগের কৃতী সন্তান ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন।
অধ্যক্ষ আবু জাফর ২০০১ সালে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ছিলেন। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে নোয়াখালী সদর উপজেলার এবং ২০১৭, ২০১৮ সালে ও নোয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ অধ্যক্ষ) নির্বাচিত হন।
এলাকাবাসী জানান, তাঁর এমন গৌরবময় অর্জনে কলেজ পরিবার এবং সেনবাগবাসী গর্বিত। এ সময় এলাকাবাসী ওই অধ্যক্ষের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।
তার পরিচালিত ভুলুয়া ডিগ্রি কলেজ এবারো নোয়াখালী সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছে। ২০১৭ সালেও উপজেলা এবং জেলা পর্যায়ে এ কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছিল।
বিজ্ঞ বিচারক মণ্ডলী, কলেজ গভর্নিং বডির সভাপতি, সদস্যগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী, তাদের অভিভাবকসহ তার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি অধ্যক্ষ হারুন কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি, এ ধরনের অর্জনের এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন।