নিউজিল্যান্ডের মসজিদে জঙ্গী হামলার প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন

মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।  © মুহাম্মাদ শামীম ইকবাল

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে মসজিদে খ্রিস্টান সন্ত্রাসীদের বন্দুক হামলায় অর্ধশত নামাজরত মুসলিম হত্যা ও অস্ট্রেলিয়ার মসজিদে গাড়ি হামলার প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা) ঢাকা কলেজ শাখার উদ্যোগে কলেজের মেইন গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির শাখা সভাপতি এম মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কলেজ সম্পাদক এম এম শোয়াইব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পশ্চিমা সমাজে ইসলামের বিরুদ্ধে অবাধে ঘৃণা চর্চার ফলে নিউজিল্যান্ডে পরিকল্পিত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মসজিদে নৃশংস হত্যার মাধ্যমে তাদের হিংস্র চেহারা প্রদর্শন করেছে। নিউজিল্যান্ডে মুসলিম গণহত্যা নিঃসন্দেহে একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। এটি ইসলামের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ বা দাঙ্গার বহিঃপ্রকাশ।

তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের দায় জাতিসংঘ ও ওআইসি এড়াতে পারবে না। অনতিবিলম্বে জাতিসংঘের তত্ত্বাবধায়নে এই হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত করে কারা এর পেছনে অশুভশক্তি হিসেবে নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ