১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৯

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউএনএফপিএ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন ইউএনএফপিএ’র আন্তর্জাতিক ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ রনডি এন্ডারসন এবং জেনিফার আর ষ্টিভেনস্  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইউএনএফপিএ’র আন্তর্জাতিক ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ রনডি এন্ডারসন এবং জেনিফার আর ষ্টিভেনস্। আজ সোমবার তাদের সাক্ষাতের সময় ইউএনএফপিএ’র সিনিয়র উপদেষ্টা ড. আবু জাফর মো. মুসা এবং প্রোগ্রাম এনালিষ্ট ফরিদা বেগম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে বাংলাদেশে নিরাপদ মাতৃত্ব এবং এ সংক্রান্ত উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করেন। এছাড়া, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউএনএফপিএ’র মধ্যে মাষ্টার্স ও পিএইচডি সংক্রান্ত শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়েও মতবিনিময় করেন।

ইউএনএফপিএ বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সাথে যৌথ শিক্ষা কার্যক্রম চালু করার ব্যপারে আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যপারে উপাচার্যের সহযোগিতা কামনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাষ্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ইউএনএফপিএ সার্বিক সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করায় প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। এব্যপারে উপাচার্য ইউএনএফপিএ-কে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউএনএফপিএ’র মধ্যে এসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও ফলপ্রসু আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে যৌথ সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রম গ্রহণে আগ্রহ প্রকাশ করায় ইউএনফপিএ’র প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান।