২৪ জানুয়ারি ২০১৯, ১৭:০৩
শাবিপ্রবিতে মনোবিদ ইয়েশিম ইকবালের সেমিনার অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিরোধ কমিটি কর্তৃক মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদালয়ের আইআইসিটি ভবনের গ্যালারীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে যৌন হয়রানি নিরোধ কমিটির সদস্য সচিব জাফরিন আহমেদ লিজার সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ জাফর ইকবাল কন্যা সাইকোলজিস্ট ইয়েশিম ইকবাল। এ সময় তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য কি, এটা কেন হয়, কিভাবে এটা কিভাবে যত্ন নিতে হয়, মানসিক ভারসাম্য আসার কারণ, কেন আত্মহত্যার প্রবণতা আসে, মানসিক চাপে করণীয় দিক, নতুন পরিবেশে কিভাবে খাপ খাইয়ে চলতে হয়, র্যাগিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।