রাবির ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের দাবিতে মানববন্ধন
ভবনের কার্নিশ ভেঙ্গে শিক্ষার্থী আহত হওয়ায় শিক্ষার্থীর উন্নত চিকিৎসা ও বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ন ভবনের সংস্কারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । বুধবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের মাস্টর্সের শিক্ষার্থী রাহাবির ফারাবির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষর্থী দুলাল হোসেন, তৃতীয় বর্ষের শিক্ষর্থী কাজী আসফিক রাসেল, দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী সিফাতুল সিফাত।
মানবন্ধনে বক্তারা আহত সজীবের সম্পূর্ন চিকিৎসার ব্যয়ভার প্রশাসনকে বহনের দাবি জানান। একই সাথে মেয়াদ উত্তীর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের জোর দাবি জানান বক্তারা।
এর আগে, মঙ্গলবার বেলা ১১টার সময় রবীন্দ্র কলা ভবনের তিনতলার ছাদের কার্নিশ ধসে পড়ে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন সজীব গুরুতর আহত হন।
উল্লেখ্য, গত বছর বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভবনের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ন বলে ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর। রবীন্দ্র কলা ভবন তার একটি।