০৯ জানুয়ারি ২০১৯, ২১:১২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষনিক আইডি কার্ড রাখার নির্দেশ
নিরাপত্তার স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সার্বক্ষনিক আইডি কার্ড সাথে রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক বড় ধরনের বেশ কয়েকটি চুরির ঘটনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জারি করা এক নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশী টহল ও চেকপোস্ট স্থাপনসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সার্বক্ষণিক পরিচয়পত্র সাথে রাখাসহ কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করার জন্য অনুরোধ করা হচ্ছে।