হাবিপ্রবি প্রশাসনে ২০২৪ সালে নতুন মুখ যারা
২০২৪ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন পদে দেখা গেছে অনেক নতুন মুখ। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর উপাচার্যসহ প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রশাসনিক পদে তখন দেখা যায় নতুন মুখ। ২০২৪ সালের এসব নতুন মুখ নিয়েই আজকের এই আয়োজন।
উপাচার্য: এ বছরের ২২ অক্টোবর নতুন উপাচার্য পেয়েছে হাবিপ্রবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এনামউল্যা-কে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে করে ৮ম উপাচার্য পায় হাবিপ্রবি। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২১ অক্টোবর বিষয়টি জানানো হয়।
উপ-উপাচার্য: প্রতিষ্ঠার দুই যুগ পর উপ-উপাচার্য পায় হাবিপ্রবি। ৪ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২ (১)ধারা অনুযায়ী কৃষি অনুষদের কৃষিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদারকে হাবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রেজিস্ট্রার: ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এম জাহাঙ্গীর কবির। মো. মজিবর রহমান ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রক্টর: এ বছরের ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা। বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত আলাদা আলাদা দুটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
গণিত বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ পদত্যাগ করায় উক্ত পদে আগামী ১ বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ পান তিনি।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক: ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছে রোগতত্ব বিভাগের অধ্যাপক ড.এস এম এমদাদুল হাসান। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক পদ থেকে ইসিই বিভাগের অধ্যাপক ড. মাহাবুব হোসেন পদত্যাগ করলে উক্ত পদে আগামী ১ বছরের জন্য নিয়োগ পান তিনি।
সহকারী প্রক্টর: এ বছরের ১৯ সেপ্টেম্বর সহকারী প্রক্টরের দায়িত্ব পান ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক রাফিয়া আখতার এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম। রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিন: ২০২৪ সালের শুরুতেই গত ১৮ জানুয়ারি ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদে অধ্যাপক ড. মো. মামুনার রশিদ এবং সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদে অধ্যাপক রোজিনা ইয়াসমিন (লাকি)।
বছরের শেষে এসে বিগত ২০ নভেম্বর ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পান ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম কামরুল হাসান। তারা প্রত্যেকেই আগামী ২ বছরের জন্য ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
হল সুপার: ১১ সেপ্টেম্বর রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে হাবিপ্রবির ৯টি হলে নতুন হল সুপার নিযুক্ত করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত হল সুপাররা হলেন: আইভি রহমান হলে অধ্যাপক ড. মো. সহিদুল ইসলাম, এগ্রোনমি বিভাগ, শেখ রাসেল হলে অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা, এন্টোমলজি বিভাগ, ইন্টারন্যাশনাল হলে ড. মো. আদনান আল বাচ্চু।
এ ছাড়াও ১৫ সেপ্টেম্বর পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ, আইআরটির পরিচালক হিসেবে এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড . শেখ মো. মোবারক হোসেন, আইকিউএসির পরিচালক হিসেবে এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের কৃষিবিদ অধ্যাপক ড. সাইফুল হুদা নিয়োগ পেয়েছেন।
আরো পড়ুন: ২০২৪ সালে ভাইরাল ১০ সংলাপ কোনগুলো, জানেন?
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক হিসেবে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হাসানুজ্জামান, ট্রান্সপোর্ট অ্যান্ড মেইন্টস শাখার পরিচালক হিসেবে এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড . মো. ছিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় গবেষণাগার এর পরিচালক হিসেবে প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মহিদুল হাসান, ফার্মাস সার্ভিস সেন্টারের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড . মো. ফারুক হাসান।
লাইব্রেরীয়ান হিসেবে উদ্যান তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল কবির, ক্যারিয়ার অ্যাডভাইজারি সার্ভিসের পরিচালক হিসেবে এগ্রোফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল বারী, আইআরটির সহযোগী পরিচালক ১ হিসেবে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ, আইআরটি’র সহযোগী পরিচালক ২ হিসেবে হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড . শরীফ মাহমুদ নিয়োগ পেয়েছেন।
আইকিউএসির সহযোগী পরিচালক-১ হিসেবে এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড . মো. মোমিনুর রহমান, আইকিউএসির সহযোগী পরিচালক-২ হিসেবে এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড . মো শফিকুল ইসলাম সিকদার, প্ল্যানিং ডেভলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস শাখার পরিচালক হিসেবে ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর নিয়োগ পেয়েছেন, জনসংযোগ শাখার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন খাদেমুল ইসলাম এবং শারীরিক শিক্ষা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুব উল হাসান।