বিরল রোগে আক্রান্ত ঢাবি শিক্ষার্থী ফাহিম, চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা
চলতি বছরের জুন থেকে একটি বিরল রোগ ধরা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আল জুবায়ের মেননের। এই রোগের নাম ‘পলিওসটটিক ফাইবরাস ডিসপ্লেসিয়া’। এটি একটি জটিল রোগ এবং বাংলাদেশে এই রোগের চিকিৎসাও অসম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। ১০ লাখ টাকার বেশি হলে তার চিকিৎসা সম্ভব বলে জানানো হয়েছে।
ফাহিম আল জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৩-১৪ সেশনের একজন মেধাবী শিক্ষার্থী। তিনি চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন।
চিকিৎসকরা জানান, এই রোগে ডিএনএ মিউটেশনের মাধ্যমে রোগীর চেহারা বিকৃত হয়ে যায়। ফাহিমের ক্ষেত্রে বিষয়টা আরও আশঙ্কাজনক। তার ডান দিকের কপাল বাঁ দিকের তুলনায় এখন অনেকটাই উঁচু হয়ে গেছে। ডান নাক প্রায় বন্ধ এবং ডান চোখ অক্ষিগোলক থেকে বেরিয়ে আসছে।
ফাহিম এখন চিকিৎসার জন্য ভারতের ফোর্টিস হাসপাতালে (বেঙ্গালুরু) আছেন। সেখানকার চিকিৎসকের ভাষ্যমতে, তার মাথার হাড় অস্বাভাবিকভাবে বেড়ে ব্রেনের কাছে চলে এসেছে। আরেকটা হাড় ডান চোখের পেছন থেকে চাপ দিচ্ছে, আস্তে আস্তে হাড় চোখে ঢুকে গেলে আজীবনের জন্য তার চোখ নষ্ট হয়ে যেতে পারে। আরেকটি হাড় বাঁ চোখের পেছন থেকেও চাপ দিতে শুরু করেছে।
ফাহিমের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এখনো তার পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজন প্রায় ১০ লক্ষাধিক টাকা। এই বিশাল অর্থের জোগান তার পরিবারের একার পক্ষে সম্ভব নয়।
ফাহিম মেনন নিজেই টিউশনি করে পরিবারের হাল ধরেছিলেন। একটা চাকরিও নিয়েছিলেন কিন্তু রোগাক্রান্ত হওয়ার কারণে নিজেকে ও সংসার গুছিয়ে নিতে পারছেন না। এ অবস্থায় তার পরিবার, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা মিলে অর্থ সংগ্রহের প্রচেষ্টা চালাচ্ছেন।
ফাহিমের জন্য অর্থসহায়তা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তাকে সহায়তা করতে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং নম্বর সরবরাহ করা হয়েছে। সেগুলো হলো-
ব্যাংক অ্যাকাউন্ট:
1. ফারজানা তাসনিম
ব্যাংক: ইউসিবি (চুয়াডাঙ্গা শাখা)
অ্যাকাউন্ট নম্বর: 0663209000016224
রাউটিং নম্বর: 245180198
2. আয়ুবুল ইসলাম আকিব
ব্যাংক: আইবিবিএল (যশোর শাখা)
অ্যাকাউন্ট নম্বর: 20501250206394201
রাউটিং নম্বর: 125410946
মোবাইল ব্যাংকিং:
বিকাশ: 01795-292545 (Moutushi)
নগদ: 01690130408 (Akib), 01927315639 (Akib)
অন্য অ্যাকাউন্ট:
মো. ফয়সাল আল জুবায়ের
ব্যাংক: ইউসিবিএল, হেমায়েতপুর শাখা
অ্যাকাউন্ট নম্বর: 1643201000002947
মোবাইল নম্বর:
বিকাশ: 01734-262741 (Ovi)
নগদ: 01690130408 (Akib)
নিশাত তানজিম নীরা
ঢাবি প্রতিনিধি, দি ডেইলি ক্যাম্পাস।