২২ জানুয়ারি ২০২৬, ১৪:০০

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি

হাসপাতালের সামনে মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা  © টিডিসি

ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে মানববন্ধন ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে রামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি।

এদিকে সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সামনে মানববন্ধনে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরা। মানববন্ধন শেষে তারা হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। তাদের দাবিগুলো হলো সুচিকিৎসা নিশ্চিত করতে রোগীর সাথে আসা অতিরিক্ত স্বজন বা অ্যাটেনডেন্ট নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ; অ্যাটেনডেন্ট কার্ড ছাড়া হাসপাতালে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা; প্রতিটি অ্যাডমিশন ওয়ার্ডে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন রাখা; দায়িত্ব পালনে কোনো আনসার সদস্য ব্যর্থ হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ; নিরাপত্তার স্বার্থে পুলিশ ও আনসারের সমন্বয়ে একটি বিশেষ ‘র‌্যাপিড রেসপন্স টিম’ গঠন করা; ইতিপূর্বে সংঘটিত সব হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রম নিয়ে ছড়ানো অপপ্রচারমূলক ভিডিও অপসারণসহ দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।

মানববন্ধনে রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, ‘আমরা সেবা দিতে আসি, মার খেতে নয়। একের পর এক হাসপাতালে চিকিৎসকদের ওপর বর্বরোচিত হামলা হচ্ছে, অথচ আমাদের নিরাপত্তার জন্য কোনো স্থায়ী সমাধান নেওয়া হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরছি না।’

তিনি আরও বলেন, ‘আমার দুই দিনের কর্মবিরতি ঘোষণা করেছি। এরই মধ্যে যদি তারা আমাদরে দাবি মেনে নেই সেটি আমার যাচাই-বাছাই করে তবেই কর্মে ফিরব। না হলে আরও কঠোর কর্মসূচি দেব।’

ইন্টার্ন চিকিৎসক ডা. মো. নাসরুল্লাহ শেখ বলেন, ‘হাসপাতালের পরিবেশ দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দিতে চাই, কিন্তু ভীতিজনক পরিবেশে সেটি সম্ভব নয়। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদরে দাবি মানা না  হলে আমার আরও কঠোর কর্মসুচি দেব।’

এদিকে কর্মরিবতির কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছে ভোগান্তিতে। বিশেষ করে চিকিৎসক সংকটের কারণে তারা সেবা পাচ্ছেন না এমনটি অভিযোগ তাদের।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন রফিকুল ইসলাম বলেন, ‘ডাক্তার সংকটের কারণে নিয়মিত রাউন্ড হচ্ছে না। রোগীর অবস্থা জানতে বারবার খোঁজ নিতে হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান চাই।’

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলেল জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ইন্টাদের কর্মবিরতিতে রামেকে চিকিৎসক সংকট দেখা দিয়েছে। তবে মিডি ও সিনিয়ার লেভেলের চিকিৎসকদের দিয়ে বর্তমানে চিকিৎসক সেবা দেওয়া হচ্ছে।