মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, হাসপাতালে সীমাহীন দুর্ভোগ
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আধাবেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে সারাদেশের স্বাস্থ্য সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা।
রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নির্ধারিত দায়িত্বে না গিয়ে প্রতিষ্ঠানের সামনে ব্যানার নিয়ে অবস্থান করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তাদের কর্মবিরতির কারণে অনেকটাই স্থবির হয়ে পড়ে হাসপাতালের স্বাস্থ্য সেবা কার্যক্রম।
আন্দোলনরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলছেন, দেশের সকল পর্যায়ের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ঐক্যবদ্ধ হয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গত ৩০ নভেম্বর ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। বারবার আবেদন-নিবেদন করে ১০ম গ্রেড প্রাপ্তির সকল শর্তপূরণ করলেও কর্তৃপক্ষের উদাসীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারনে দাবিটি উপেক্ষিত রয়েছে। বর্তমানে ১০ম গ্রেডের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন না হওয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
কর্মবিরতি চলাকালীন সময়ে স্বাস্থ্যসেবা সাময়িকভাবে বিঘ্নিত হওয়ায় দুঃখ প্রকাশ করলেও তারা বলছেন, দাবি আদায় না হলে আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করবেন আন্দোলনরত এসব স্বাস্থ্য সেবা কর্মী।