০২ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১

ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ৯৫ হাজার, মৃত্যু কত?

ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি  © সংগৃহীত

ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি আবারও গুরুতর আকার ধারণ করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে মারা গেছেন দুজন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের প্রতিবেদনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সর্বাধিক আক্রান্ত শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২৭ জন। 

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি ছাড়া) ৯৫ জন, চট্টগ্রামে ৮২ জন, বরিশালে ৫১ জন, খুলনায় ৪৩ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫৭৭ জনে, আর মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। তুলনামূলকভাবে গত বছরগুলোর পরিসংখ্যান আরও উদ্বেগজনক ২০২৪ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছায় ১ হাজার ৭০৫ জনে এবং আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ক্রমবর্ধমান এই পরিস্থিতি জানিয়ে দিচ্ছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরদার সতর্কতা ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা এখন সময়ের দাবি।