৩০ নভেম্বর ২০২৫, ১৩:১২

দেশে শীর্ষ দশ রোগের মধ্যে হাইপারটেনশন প্রথম স্থানে, বাকিগুলো কি কি

হাইপারটেনশন  © সংগৃহীত

বাংলাদেশের মানুষেরা কি ধরণের রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন তার একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিএসএস)। আজ রবিবার (৩০ নভেম্বর) বিএসএস এক অনুষ্ঠানের মাধ্যমে এ তালিকা প্রকাশ করে।

বিবিএসের রিপোর্ট অনুযায়ী, শীর্ষ দশ রোগের মধ্যে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) প্রথম স্থানে রয়েছে। বাকি নয়টি রোগ হলো: পেপটিক আলসার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, ত্বকের রোগ, হৃদরোগ, অ্যাজমা, অস্টিওপরোসিস, হেপাটাইটিস এবং ডায়রিয়া।

বিবিএস এই রিপোর্টটি হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে ২০২৫ সালের জরিপের ভিত্তিতে দিয়েছে। জরিপ অনুযায়ী, ৯০ দিনে বাংলাদেশে প্রতি ১,০০০ জনে ৩৩২ জন (অর্থাৎ প্রতি ১০ জনে ৩ জন বা ৩৩%) কোনো না কোনো ধরনের অসুস্থতায় ভুগেছেন। গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ১,৮৯,৯৮৬ জন ব্যক্তি এবং ৪৭,০৪০টি পরিবারের ওপর এই জরিপ পরিচালিত হয়।

জরিপে দেখা যায়, জরিপের পূর্ববর্তী তিন মাসে মাথাপিছু গড় চিকিৎসা ব্যয় ছিল ২,৪৮৭ টাকা। নারীদের ক্ষেত্রে এই ব্যয় গড়ে ২,৫৭৬ টাকা, আর পুরুষদের ক্ষেত্রে ২,৩৮৭ টাকা। নারীরা পুরুষদের তুলনায় সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে বেশি নির্ভরশীল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

জরিপ অনুযায়ী, ১৫ বছর ও তার বেশি বয়সী জনসংখ্যার ২৬.৭% কোনো না কোনোভাবে তামাক বা তামাকজাত পণ্য ব্যবহার করে। গ্রাম ও শহরের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য দেখা যায়—গ্রামে তামাক ব্যবহার হার ২৭.৭%, যেখানে শহরে এটি ২৪.১%।