৩০ নভেম্বর ২০২৫, ১২:৪৬

মিরসরাইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি

কর্মবিরতি  © টিডিসি ফটো

সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এ কর্মবিরতিতে প্যাথলজি, রেডিওলজি, ডেন্টাল, ফিজিওথেরাপি ও ফার্মেসি সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোগীরা সেবা প্রত্যাশা করে অপেক্ষা করলেও সার্বিক পরিবেশ ছিল শান্ত ও সুশৃঙ্খল। জরুরি সেবা পূর্বের মতোই সচল ছিল।

দেশব্যাপী ঘোষিত এ কর্মসূচিতে উপজেলার সব স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন। তারা জানিয়ে বলেন, গত এক বছর ধরে আবেদন, স্মারকলিপি, বৈঠকসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেও তাদের দাবির কোনো সমাধান হয়নি। মাত্র ২৪ কোটি টাকার আর্থিক বরাদ্দে তিন দশকের পেশাগত অর্জনকে মর্যাদায় উন্নীত করার দাবি তাদের মতে ন্যায়সংগত ও সময়োপযোগী।

মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল মান্নান ও ডেন্টাল টেকনোলজিস্ট উত্তম কুমার বলেন, ‘আমরা কখনোই সেবা বন্ধ রাখতে চাইনি। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও উদাসীনতার কারণে আমরা বাধ্য হয়েছি কর্মবিরতিতে যেতে।’

অংশগ্রহণকারীরা আরও জানান, তারা কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে তারা লাগাতার কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন। দুই ঘণ্টার কর্মবিরতি শেষ হলে সকাল ১১টার পর স্বাভাবিক স্বাস্থ্যসেবা পুনরায় শুরু হয়।