সাধারণ আঁচিল নাকি ত্বকের ক্যানসার, পার্থক্য বুঝবেন যেভাবে
আমাদের ত্বকে নানা সময় নানা উপসর্গ দেখা দেয়। এরমধ্যে আঁচিল অন্যতম। এটি সাধারণ সমস্যা হলেও অনেকের কাছেই অস্বস্তির কারণ। আঁচিলে সাধারণত ব্যথা অনুভব হয় না। পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই আঁচিল হতে পারে, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রবণতা আরও বৃদ্ধি পায়। বিশেষ করে মধ্যবয়সীদের মধ্যে এটি বেশি লক্ষ্য করা যায়। কিন্তু আঁচিলের কিছু লক্ষণ রয়েছে যা ত্বকের ক্যানসারের উপসর্গও হতে পারে। তাই সঠিক পার্থক্য চিহ্নিত করা জরুরি, না হলে তা বড় ক্ষতির সম্ভাবনা থাকে।
সাধারণ আঁচিল:
আঁচিল সাধারণত ত্বকের উপর ছোট করে উঠে থাকে। বিজ্ঞানের ভাষায় একে ‘অ্যাক্রোকর্ডন’ বলে। অধিকাংশ আঁচিলের দৈর্ঘ্য হয় এক থেকে পাঁচ মিলিমিটার। তবে কিছু ক্ষেত্রে এগুলি পাঁচ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এগুলো সাধারণ আঁচিল। চিকিৎসকদের মতে, প্রায় ৫০ শতাংশ মানুষের জীবনের কোনো না কোনো সময়ে দেহে একটি হলেও আঁচিল দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, শরীরের বিভিন্ন অংশে আঁচিল দেখা যেতে পারে এবং এটি সাধারণত কোনো ক্ষতিকারক প্রভাব ফেলে না।
আঁচিল কেনো হয়?
ত্বকের একেবারে বাইরের স্তরে কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি হলে আঁচিল তৈরি হয়। ত্বকের দুটি স্তর পরস্পর ঘষা খেলেও অনেক সময় এই ধরনের উপবৃদ্ধি তৈরি হতে পারে। সেই কারণে অনেক সময় বগল, চোখের পাতা, কুচকি কিংবা ঘাড়ে এই ধরনের উপবৃদ্ধি তৈরি হয়। সাধারণত বয়স বাড়ার সঙ্গে আঁচিল তৈরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
ক্যানসারের উপসর্গ:
কখন বুঝবেন আপনার ত্বকের উপর যেটি উঠেছে তা ক্যানসারের উপসর্গ হতে পারে? যখন দেখবেন আঁচিলের আকৃতি এবং রং দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং চারিপাশে ফোলাভাব, চুলকানি, বা রক্তপাতের মতো সমস্যা তা ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষ করে মেলানোমা ত্বকের ক্যানসারের ক্ষেত্রে রঙের পরিবর্তন, অসমান আকার ও দ্রুত বৃদ্ধি দেখতে পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, যদি ত্বকে আঁচিলের আকৃতি, আকার বা রঙে কোনো পরিবর্তন ঘটে বা যদি কোনো ব্যথা বা ফোলাভাব অনুভূত হয়, তবে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।