০৪ আগস্ট ২০২৫, ১৯:১৩

হার্টের ১১ ধরনের রিংয়ের দাম কমল

প্রতীকী ছবি  © সংগৃহীত

হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ১১ ধরনের করোনারি স্টেন্ট বা ‘হার্টের রিং’-এর দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সোমবার (৪ আগস্ট) বিকেলে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশ, ট্যাক্স, ভ্যাট, সার্ভিস চার্জ, কমিশন এবং কোম্পানির যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক কোম্পানি অ্যাববোট, বোস্টন সায়েন্টিফিক ও মেডিট্রনিক থেকে আমদানিকৃত করোনারি স্টেন্টগুলোর সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

১১ ধরনের রিংয়ের মধ্যে মেডিট্রনিক কোম্পানির রিসোলেট অ্যানেক্স দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা। বোস্টন কোম্পানির প্রমাস অ্যালিটের ৭২ হাজার টাকা, প্রমাস প্রিমিয়ামের দাম ধরা হয়েছে ৭০ হাজার টাকা। সেনের্জারি ৯০ হাজার টাকা, সেনের্জারি শেইল্ডের দাম ধরা হয়েছে ৯০ হাজার, সেনের্জারি এক্সডির দাম ধরা হয়েছে এক লাখ টাকা।

এছাড়া অ্যাববোট কোম্পানির অ্যাক্সজিন্সের প্রিমিয়ামের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা, অ্যাক্সজিন্স এক্সপিডিশনের দাম ধরা হয়েছে ৭১ হাজার টাকা, অ্যাজিন্স অ্যালফাইনের দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা, অ্যাক্সজিন্স সিয়ারার দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা এবং মেডিট্রনিকের ওনিক্স ট্রাকোরের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

অনুমোদিত মূল্য তালিকা ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণসহ হাসপাতালগুলো যেন স্টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশের অতিরিক্ত অর্থ আদায় না করে সেটা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়া অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্য ছাড়া কোনো কার্ডিওভাস্কুলার ও নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস যেন কেনা না হয় এবং এ বিষয়ে মনিটরিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।