১১ জুন ২০২৫, ২১:৪০

ময়মনসিংহ মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে দুজন আইসিইউতে, রিএজেন্ট সংকট

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগী আইসিইউতে ভর্তি হয়েছেন। প্রাথমিভাবে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কিন্ত রিএজেন্ট না থাকায় চূড়ান্তভাবে করোনা শনাক্তকরণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের আশঙ্কায় বাড়ানো হয়েছে প্রস্তুতি।

জানা গেছে, হাসপাতালে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষামাধ্যম আরটিপিসিআর বর্তমানে অচলাবস্থায় রয়েছে। কারণ পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিএজেন্ট কিট নেই। এ অবস্থায় শুধু র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের উপর নির্ভর করেই করোনা শনাক্ত করা হচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজিয়া হক জানান, পিসিআর মেশিন সচল রয়েছে এবং অন্যান্য রোগের ল্যাপ টেস্টের জন্য নিয়মিতই ব্যবহার হচ্ছে। কিন্তু কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্ট রিএজেন্ট কিট নেই, যা বাংলাদেশে শুধু হাতে গোনা দুটি কোম্পানির কাছেই সীমিত পরিমাণে রয়েছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে কিট সরবরাহের জন্য অনুরোধ করেছি।’

হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, আমাদের কাছে বর্তমানে যে পরিমাণ র‍্যাপিড অ্যান্টিজেন কিট রয়েছে তাতে মাত্র ৩০০ জনের পরীক্ষা করা সম্ভব। আরটিপিসিআর ছাড়া কোভিডের শতভাগ নির্ভরযোগ্য শনাক্তকরণ সম্ভব নয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজের সচিব রফিকুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরকে কিট সরবরাহের জন্য বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তারাও জানিয়েছেন যে, মজুদে রিএজেন্ট নেই। এখন স্থানীয়ভাবে কিট সংগ্রহের চেষ্টা চলছে। 

হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, করোনার দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের মতো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। কোভিড ওয়ার্ড প্রস্তুত রয়েছে, স্টাফদের ব্রিফিং দেওয়া হয়েছে, এমনকি এ নিয়ে প্রশাসনিক পর্যায়ে বৈঠকও সম্পন্ন হয়েছে।