২৭ আগস্ট ২০২২, ২২:০৬

কলা খাওয়ার ৮ উপকারিতা

কলা   © সংগৃহীত

আজ ২৭ আগস্ট (শনিবার) ন্যাশনাল ‘ব্যানানা লাভার্স ডে’। এই ফলটি শুধুমাত্র খেতেই মজাদার নয়, পুষ্টিগুণের দিক থেকেও এর জুড়ি নেই। কলায় রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট।

আরও পড়ুন : বিরল ব্লাড গ্রুপ, বিশ্বে মাত্র ১০ জনের শরীরে রয়েছে এই রক্ত

এছাড়া পটাসিয়াম, কার্ব, ভিটামিন সি, ফলেট, ম্যাগনেসিয়াম, কপার, রিবোফ্লেভিনসহ অসংখ্য উপকারী উপাদানে কলা ভরপুর। জেনে নেওয়া যাক, কলা খাওয়ার উপকারিতা সম্পর্কে... 

  1. হজমের গণ্ডগোল ও কোষ্ঠকাঠিন্য থাকলে নিয়মিত কলা খান। এতে থাকা ফাইবার এসব সমস্যা সমাধানে কার্যকর।
  2. ক্ষুধা দূর করতে কলা খান। এতে খুব অল্প ক্যালোরি থাকায় ওজন বাড়ার ভয় নেই। আবার পেটও ভরে দ্রুত।
  3. কলায় থাকা ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
  4. কলায় পর্যাপ্ত পরিমাণে পটাসিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
  5. ফলটিতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম ২৭ শতাংশ পর্যন্ত কমায় হৃদরোগের ঝুঁকি।
  6. নিয়মিত কলা খেলে কিডনি ভালো থাকে।
  7. ঝটপট এনার্জি পেতে চাইলে কলার বিকল্প নেই।
  8. অ্যান্টি-অক্সিজেনের চমৎকার উৎস কলা। এটি খেলে তাই যেমন শারীরিকভাবে সুস্থ থাকা যায়, তেমনি ভালো থাকে ত্বক ও চুল।