করোনায় মৃত্যু অপরিবর্তিত, কমেছে শনাক্ত

করোনায় মৃত্যু অপরিবর্তিত, কমেছে শনাক্ত
করোনায় মৃত্যু অপরিবর্তিত, কমেছে শনাক্ত  © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। আগের দিনও করোনায় ৩ জনের মৃত্যু হয়েছিল। বুধবার (০৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৩৬৮ জনে।

এর আগে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এদিন শনাক্তের সংখ্যা ছিল ৩৮৭ জনের।

আরও পড়ুন: 'ফ্রি ফায়ার' খেলা নিয়ে তর্ক, স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করলো বন্ধুরা 'ফ্রি ফায়ার' খেলা নিয়ে তর্ক, স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করলো বন্ধুরা

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮৮ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৪২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।


সর্বশেষ সংবাদ